ইরান নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০২:২৮ পিএম


ইরান নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড, দাবি ট্রাম্পের
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

বিজ্ঞাপন

তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কি না, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই।

ট্রাম্প জবাব দেন, ‘তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?’

বিজ্ঞাপন

সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘সে ভুল বলেছে।’

আরও পড়ুন

গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান ২০০৩ সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান, সর্বোচ্চ পর্যায়ে ছিল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ করে ইরানে হামলা করে ইসরায়েল। পরে ইরানও পাল্টা হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল-ইরানের মধ্যে চলছে হামলা-পাল্টা হামলা। এতে দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের তথ্যমতে, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরান বলছে, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ জন নাগরিক নিহত ও ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

আরটিভি/ এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission