ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মাঝ আকাশে কেবিন ম্যানেজারের মৃত্যু, বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০১:১১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মাঝ আকাশে অসুস্থ হয়ে সৌদি আরবের জাতীয় এয়ারলাইনস সৌদিয়ার প্রবীণ ক্রু সদস্য মোহসেন সাঈদ আল জাহরানি ফ্লাইট চলাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) জেদ্দাহ থেকে লন্ডনগামী সৌদিয়া ফ্লাইট SV119-এ ঘটনা ঘটে ।

জানা গেছে, আকাশে থাকার সময় আল জাহরানি হঠাৎ গুরুতর স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হন। বিমানের ক্রু সদস্য ও অনবোর্ড চিকিৎসা কর্মীরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দিলেও ফ্লাইটটি জরুরি অবতরণের পর কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সৌদিয়া এ ঘটনাকে এয়ারলাইনসটির সবচেয়ে নিষ্ঠাবান সদস্যদের একজনের ‘বেদনাদায়ক মৃত্যু’ হিসেবে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে বলা হয়, আল জাহরানির পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তিনি ছিলেন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। 

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তার কর্মনিষ্ঠা ও উচ্চ নৈতিক মানদণ্ডের জন্য তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন।

বিজ্ঞাপন

সৌদিয়া জানিয়েছে, মিসরে অবস্থিত সৌদি দূতাবাসের সহায়তায় বর্তমানে আল জাহরানির মরদেহ সৌদি আরবে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এয়ারলাইনসটি ফ্লাইট SV119-এর ক্রু সদস্যদের ঠান্ডা মাথার পেশাদার আচরণ এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়, এই ব্যতিক্রমী পরিস্থিতিতে আমরা সকলের সহানুভূতি ও সহায়তার জন্য কৃতজ্ঞ।

সৌদিয়া আরও জানিয়েছে, এই গভীর শোকের সময়ে আমরা তার প্রিয়জন ও ক্ষতিগ্রস্ত সকলকে পূর্ণ সহায়তা দিয়ে যাব।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |