ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ছাত্রীকে কুপ্রস্তাব, গণিত শিক্ষকের ফোনে যা পেল পুলিশ

আরটিভি নিউজ  

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৩:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় সিকান্দরা এলাকায় এমপিএস ওয়ার্ল্ড স্কুলের গণিত শিক্ষক ছিলেন ৩৬ বছর বয়সী পুনিত বসিষ্ঠ। গুরু বসিষ্ঠ নামের একটি কোচিং সেন্টারও পরিচালনা করতেন তিনি। তার এই কোচিংয়ে পড়তে আসতে দশম শ্রেণীর একজন ছাত্রী।

বিজ্ঞাপন

আর সেই ছাত্রীকে প্রেমিকা বানাতে চাইতেন পুনিত। এ ছাড়াও ওই ছাত্রীকে বিভিন্ন অশ্লীল ছবি দেখানো এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এই শিক্ষকের উপর। নবভারত টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠেছে এসেছে।

শিক্ষকের এসব কুরুচিপূর্ণ আচরণে বিরক্ত হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সেই ছাত্রী। পরে আগ্রা থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর থেকেই পলাতক রয়েছেন পুনিত।

বিজ্ঞাপন

থানার ডিসিপি সিটি সোনম কুমার বলেছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি স্থানীয় থানায় রেকর্ড করা হয়েছে এবং শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

আগ্রা থানার ইনচার্জ রাজীব ত্যাগী জানিয়েছেন, অভিযুক্ত পুনিত বিবাহিত। তিনি অন্যান্য ছাত্রীর সঙ্গেও অনৈতিক আচরণ করতেন। তার মোবাইল ফোনে অশ্লীল ছবি রাখার প্রমাণও পাওয়া গেছে। পুলিশ তার মোবাইল ডেটা উদ্ধার করছে এবং প্রমাণ সংগ্রহ করছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

অভিযোগকারী ছাত্রীর চাচা জানিয়েছেন, গত ১০ মাস ধরে তার কোচিংয়ে পড়ছিল আমার ভাইয়ের মেয়ে। কয়েকদিন ধরে পুনিত তার সঙ্গে অশ্লীল আচরণ করছিলেন। সে বারবার বলতো, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে, তাহলে আমাকে বানিয়ে নাও।’ 

বিজ্ঞাপন

সেই সঙ্গে অশোভন আচরণ করতেন, এতে মেয়ে মানসিক চাপে পড়ে যায়। মেয়েটি চুপচাপ হয়ে গেলে তার মা কারণ জিজ্ঞেস করলে সে শিক্ষক পুনিতের আচরণ বিস্তারিত জানায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় স্কুলের চেয়ারম্যান একে সিংহ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুনিতকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুনিৎ ইতিপূর্বে অনেক ছাত্রীকে হয়রানি করেছেন। 

আরটিভি/এসআর

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |