ঢাকাশুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০২:৫২ পিএম


loading/img
ছবি: এএফপি

স্থানীয় এক পুলিশ কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানদের দাবি করা আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে বেসামরিক নাগরিকসহ ২৯ জন। আহত চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তার বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণ হলে ১৩ জন সেনা সদ্য নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়।

এ ছাড়াও বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে ছয়জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা। মূলত, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। 

বিজ্ঞাপন

ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে এই দাবি  অস্বীকার করেছে তালেবানরা।

বিজ্ঞাপন

এএফপির পরিসংখ্যান অনুসারে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় বছরের শুরু থেকে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |