ঢাকাSunday, 06 April 2025, 23 Choitro 1431

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীর ঘর ভাঙল পরকীয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০১৮ , ০৯:২৬ পিএম


loading/img

ঘর ভাঙল অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের। তাও আবার পরকীয়ার কারণে। নারী সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায়  গত বছরের ডিসেম্বরে ঘর ভাঙলেও তা জনসম্মুখে এসেছে গত বুধবার। খবর ডেইলি টেলিগ্রাফ।

বিজ্ঞাপন

সিডনির স্থানীয় দৈনিক ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়,  বার্নাবি জয়েসের প্রেমিকা ভিকি ক্যাম্পিয়ন গর্ভবতী।

এদিকে গত বৃহস্পতিবার জয়েস দেশটির জাতীয় টেলিভিশনে সাবেক সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

৫০ বছরের বার্নাবি জয়েস অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্টির নেতা। চার মেয়ে সন্তানের বাবা  জয়েসে।

আর এখন নতুন করে  পঞ্চম সন্তানের জনক হতে যাচ্ছেন তিনি। সাবেক সহকর্মী ভিকি ক্যাম্পিয়নের গর্ভে বার্নাবির সন্তান রয়েছে। তাদের দুই জনের বয়সের ব্যবধান প্রায় ১৭ বছর।

গণমাধ্যমে পরকীয়ার খবর ফাঁস হওয়ার পর অস্ট্রেলিয়ার এ উপ-প্রধানমন্ত্রী বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করা উচিত হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভিকি ক্যাম্পিয়ন পেশায় সাংবাদিক। সিডনির ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কাজ করেছেন ৮ বছর। তিনি ২০১৬ সালের মে মাস থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের গণমাধ্যম উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:

এপি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |