বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে অভিষেকেই নজর কেড়েছিলেন ওপেনার স্যাম কনস্টাস। প্রথম ম্যাচেই যশপ্রীত বুমরাহর বিপক্ষে তার আক্রমণাত্মক ব্যাটিং এবং ৬০ রানের সাহসী ইনিংস খেলে সবার দৃষ্টি কাড়েন তিনি। সেই পারফরম্যান্স দিয়েই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ এপ্রিল) ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২৩ সদস্যের এই দলে স্যাম কনস্টাস, বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বিউ ওয়েবস্টার জায়গা করে নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাত্র দুই টেস্ট খেলে ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হন ম্যাথু কুনেমান। ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টেই ৩৫ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনারও এবার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে।
অন্যদিকে, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেক হওয়া অলরাউন্ডার বিউ ওয়েবস্টার প্রথম ম্যাচেই ফিফটি করার পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকর। তার অলরাউন্ড নৈপুণ্যের পুরস্কার হিসেবেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা মিলেছে।
চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন নিজেদের জায়গা ধরে রেখেছেন চুক্তিতে। যদিও তারা তিন ফরম্যাটে নিয়মিত খেলেন না, তবে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচিত হচ্ছেন। অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়নও যথারীতি কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ২৩ জনের তালিকা
প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বিউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।
আরটিভি/এসআর/এস