ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সাংবাদিক আলতাফ মাহমুদ ছিলেন নির্ভীক ও সততার প্রতীক

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬ , ০৪:০১ পিএম


loading/img

সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে আলতাফ মাহমুদ ছিলেন নির্ভীক ও সততার প্রতীক। পেশাদারিত্বের ক্ষেত্রে তিনি যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি ট্রেড ইউনিয়ন নেতা হিসেবেও ছিলেন নিবেদিত প্রাণ। সোমবার বিকেলে ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত স্মরণসভায়  বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, পেশাগত কাজে ও সাংবাদিকদের কল্যাণে আলতাফ মাহমুদ আজীবন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন তা অনুসরণীয়। তিনি আজীবন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন।

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ  ২৪ জানুয়ারি ঢাকায় মারা যান।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |