সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে আলতাফ মাহমুদ ছিলেন নির্ভীক ও সততার প্রতীক। পেশাদারিত্বের ক্ষেত্রে তিনি যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি ট্রেড ইউনিয়ন নেতা হিসেবেও ছিলেন নিবেদিত প্রাণ। সোমবার বিকেলে ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, পেশাগত কাজে ও সাংবাদিকদের কল্যাণে আলতাফ মাহমুদ আজীবন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন তা অনুসরণীয়। তিনি আজীবন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন।
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ ২৪ জানুয়ারি ঢাকায় মারা যান।
বিজ্ঞাপন