ভারতে ট্যাক্সিক্যাবে জন্মনিরোধক না রাখলে জরিমানা
ভারতের দিল্লির কিছু ট্যাক্সিক্যাবে চালক জানিয়েছেন, গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম বা জন্মনিরোধক না রাখায় তাদেরকে জরিমানা করা হয়েছে। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের।
এসব চালক জানান, তারা গাড়িতে জন্মনিরোধক রাখার কারণ জানতে চাননি। অথচ গাড়ির ফার্স্ট এইড বক্সে জন্মনিরোধক না রাখার দায়ে জরিমানা দিয়েছেন তারা।
রমেশ, সচিন, রাজেশ নামের তিন ক্যাব চালক ট্র্যাফিক পুলিশকে উপহাস করে হাসতে হাসতে বলেন, নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য জন্মনিরোধক ব্যবহার করা হয়।
তারা বলেন, যদি গাড়ির একটি প্রেশার পাইপ ফুটো হয়ে যায়, তবে জন্মনিরোধক দিয়ে কিছুক্ষণের তা আটকে রাখা যায়। বৃষ্টির সময় জন্মনিরোধক দিয়ে জুতোগুলো ঢাকা যায়।
তারা আরও বলেন, শরীরের কোনও জায়গা কেটে গেলে জন্মনিরোধক দিয়ে ব্যান্ডেজ করা যায়। ট্র্যাফিক পুলিশ অবশ্য কনডমের এসব ব্যবহার সম্পর্কে জানে না।
মজার ব্যাপার হলো, দিল্লি মোটর ভেহিকল রুলসে (১৯৯৩) প্রত্যেক গাড়িতে একটি ফার্স্ট এইড বক্স রাখার কথা বলা হয়েছে। এই বক্সে জন্মনিরোধক রাখার কথা বলা হয়নি।
কে/এমকে
মন্তব্য করুন