ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

টাইগারদের ৭ এ রাখলো স্মিথ

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ , ০৯:২৮ পিএম


loading/img

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলেই বাংলাদেশকে টপকে ওয়ানডে র‌্যাকিংয়ে ৭-এ চলে আসার কথা পাকিস্তান। তবে তা হতে দেয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারের ৫ ম্যাচ সিরিজে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে নিজের দলকে স্মিথ জিতেয়েছেন।

২০১৫ সালে পাকিস্তানকে হারিয়ে তাদের টপকে র‌্যাঙ্কিংয়ে ৭-এ  উঠেছিল বাংলাদেশ। এখন সেই অবস্থানে থাকা নিয়ে শঙ্কা দেখা গিয়েছিলো টাইগারদের।

বিজ্ঞাপন

চলমান সফরের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারায় ৪ পয়েন্ট কমে গেছে বাংলাদেশের। টাইগারদের এখন রেটিং পয়েন্ট ৯১।

পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৯০। সেই হিসাবে তারা ম্যাচটিকে হেরে ৮-এ অস্থান করছে। আর বাংলাদেশ এখনও ৭ এ অবস্থান করছে।

ওয়ানডেতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এ বিষয়টিও পাকিস্তানকে বেশ সুবিধা দিয়েছে। তৃতীয় ওয়ানডেতে হেরেও পাকিস্তানের রেটিং পয়েন্ট​ কমেনি। হেরে গেলেও তাদের রেটিং পয়েন্ট থাকছে ৯০-ই।

বিজ্ঞাপন

চলতি বছর ৩০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২৬৩/৭ (৫০ ওভার) বাবর আজম ৮৪, জশ হেজেলউড ৩ উইকেট

অস্ট্রেলিয়া: ২৬৫/৩ (৪৫.০ ওভার), স্টিভেন স্মিথ ১০৪*, মোহাম্মাদ আমির ১ উইকেট

 

ওয়াই/ জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |