• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তানকে ধুলোয় মেশাতে মাত্র ১০ দিন লাগে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ২০:১৭
ভারত, পাকিস্তান
সংগৃহীত

পাকিস্তানকে ধুলোয় মেশাতে ভারতের সেনাদের মাত্র দশদিন লাগবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি মঙ্গলবার দিল্লির কারিআপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কর্পসের এক র‌্যালিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বাংলা হান্ট।

নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান এ পর্যন্ত তিনটা যুদ্ধ হেরেছে। আমাদের সেনাদের পাকিস্তানকে হারাতে মাত্র ১০ দিন লাগবে। তাই এখন পাকিস্তান ছদ্ম যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, যে দেশের যুবকদের মধ্যে অনুশাসন, বিশ্বাস ও নিষ্ঠা আছ, সেই দেশের দ্রুত উন্নয়ন কেউ রুখতে পারবে না। এগুলো দেশের উন্নতির সঙ্গে সরাসরি যুক্ত।

কাশ্মীরের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অঞ্চলটি ভারতের মুকুটের মনি। ৭০ বছর পর এখান থেকে ৩৭০ ধারা তুলে নেয়া হয়েছে।

ভারতের সাবেক সরকারকে আক্রমণ করে তিনি বলেন, তখন আমাদের সেনারা অ্যাকশন নেয়ার কথা বললে সরকার চুপ করে বসে থাকত।

কে/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া
ভারত ভিসা কবে উন্মুক্ত করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ 
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান