এবার ফ্রান্সের রণতরীতে ৬৬৮ সেনা করোনায় আক্রান্ত
ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গলের ৬৬৮ জন নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাহাজটিতে বর্তমানে দুই হাজার সেনা রয়েছেন। সেই হিসেবে জাহাজের এক তৃতীয়াংশ সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফরাসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজের প্রায় সব সেনা কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া, এস্কর্ট দেয়া ফ্রিগেট এবং বিমানবাহী রণতরীর পাইলটরাও সব কোয়ারেন্টিনে রয়েছেন। আল জাজিরার খবর।
জাহাজের যত সেনার ভাইরাস সংক্রমণের বিষয়টি পরীক্ষা করা হয়েছে তার শতকরা ৩০ ভাগ ফলাফল এসে পৌঁছায়নি। এসব ফলাফল হাতে আসলে সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি নৌবাহিনী জানিয়েছে, কীভাবে এত নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হলেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। জাহাজের কয়েকজন নাবিকের মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেয়ার পর গত সপ্তাহে জাহাজটিকে আটলান্টিক মহাসাগর থেকে দেশে ফেরত আনা হয়।
এমকে
মন্তব্য করুন