ঢাকাFriday, 16 May 2025, 2 Jyoishţho 1432

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’ চালু

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

বুধবার, ১৩ মে ২০২০ , ০৯:০৫ এএম


loading/img
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে একটি বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি চালু করা হয়েছে। সেখানে লেখা, ‘ট্রাম্প ডেথ ক্লক’। নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘড়িতে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনাজনিত কারণে যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণার আরও এক সপ্তাহ আগে থেকে ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মৃত্যু এড়ানো যেত। এ ৬০ শতাংশ মৃত্যু এড়ালে এখন পর্যন্ত বেঁচে যেত অন্তত ৪৮ হাজার প্রাণ। আর এই সংখ্যারই দেখা মিলছে ট্রাম্পের নামে এ ‘মৃত্যু ঘড়িতে’। এ সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতিদিনই প্রায় হাজার খানেকের বেশি মানুষ মারা যাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |