ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এবার ইসরাইলের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:৪৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত চ্যানেল ১৪ লাইভ সম্প্রচারের সদরদপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 

বিজ্ঞাপন

শনিবারও (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই খবর দিয়েছে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ছাড়া, চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আরও পড়ুন

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর সদরদপ্তরে হামলা চালায়। এর জবাবেই মূলত ইসরায়েলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিতে ইসরাইলের ওই হামলাকে ‘মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান। 

বিজ্ঞাপন

তারা দাবি করেছে, এই হামলা ইসরায়েলি শাসকগোষ্ঠীর অপরাধপ্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে। তবে, ইসরায়েলি হামলার কিছুক্ষণ পরেই আইআরআইবি সদরদপ্তরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলা চালায়। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে, শনিবারও (২১ জুন) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ ব্যাপারে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় সেগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ। 

আরটিভি/কেএইচ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |