ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

গাজায় এক সংঘর্ষেই দখলদার বাহিনীর ৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১২:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। প্রায় দুই বছর ধরে চলমান এ আগ্রাসনে তেমন কোনও প্রতিরোধই গড়তে পারছে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই মধ্যে হামাস উৎখাতের নামে উপত্যকাটিতে ৫৬ হাজারেরও বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। তবে, এবার সেখানে বাহিনীটির ৭ জন সদস্যের নিহতের খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। 

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, লড়াইয়ে আরেকজন সেনাও নিহত হয়েছেন, তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি।

ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৪৩০ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক এক হামলা চালায় হামাস। ওই হামলার জবাবে একই দিন থেকে গাজায় নির্বিচার ও নৃশংস অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, তখন থেকে এ পর্যন্ত চলমান ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৫৬ হাজার ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকাটিতে। তাদের বেশির ভাগই শিশু ও নারী।

বিজ্ঞাপন

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল চলতি বছরের মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত গাজায় সব রকমের সরবরাহ আটকে দেওয়ায় এবং কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখায় উপত্যকাটির ২০ লাখের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |