ফিলিপাইন্সে মাদকবিরোধী অভিযানের দায় স্বীকার দুতার্তের

ডয়চে ভেলে

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০২:৫১ পিএম


ফিলিপাইন্সে মাদকবিরোধী অভিযানের দায় স্বীকার দুতার্তের
ফিলিপাইন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্ত

ফিলিপাইন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তার প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ দায় তিনি নিচ্ছেন। আন্তর্জাতিক আদালতে দীর্ঘ আইনি লড়াই প্রত্যাশা করছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট দুতার্তে বলেন, আমি আগেও বলেছি, আমি তোমাদের (আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনী) রক্ষা করবো এবং আমি সবকিছুর দায় নেবো।

বুধবার তার আমলে ওয়ার অন ড্রাগস বা মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে চালানো হত্যা-সংক্রান্ত অভিযোগে ম্যানিলায় গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, তার শাসনামলে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও বিক্রেতাকে হত্যা করা হয়েছে। ভিডিওটি এরই মধ্যে এক কোটি ষাট লাখ বার দেখা হয়েছে। সেখানে দুতার্তেকে সাদা টি-শার্ট পরে কথা বলতে দেখা যায়। সম্ভবত এটি বিমানেই রেকর্ড করা হয়েছে। কারণ, ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনের আওয়াজ শোনা যাচ্ছে।

আইসিসির হেফাজতে দুতার্তে আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তাকে ফিলিপাইন্সের কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে এবং তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে হত্যা সংক্রান্ত অভিযোগের মুখোমুখি হবেন। দুতার্তেকে শিগগিরই নেদারল্যান্ডসের হেগ-এ একজন আইসিসি বিচারকের সামনে হাজির করা হবে। সেখানে তিনি প্রাথমিক শুনানির মুখোমুখি হবেন। তাকে আপাতত ডাচ উপকূলে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে।

তিনি তার সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, এই আইনি লড়াই দীর্ঘ হতে পারে, তবে আমি আমার দেশকে সেবা করে যাবো। আমার ভাগ্যে যা আছে, তা মেনে নেবো।

বিজ্ঞাপন

৭৯ বছর বয়সী সাবেক এই ফিলিপিনো নেতা আরো বলেন, আমি ঠিক আছি, চিন্তা করো না।

দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি মাদকবিরোধী অভিযানে ডেথ স্কোয়াড পরিচালনা করেছেন। তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করেছেন।

ফিলিপাইন্সের পুলিশের প্রতিবেদন অনুযায়ী, তার শাসনামলে ছয় হাজার ২০০ জন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছেন। আইসিসির এই পদক্ষেপকে বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। কারণ, আদালত নিজস্ব পুলিশবাহিনী ছাড়াই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুতার্তের মেয়ে সারা দুতার্তে এখন ফিলিপাইন্সের ভাইস প্রেসিডেন্ট।

তিনি বুধবার সন্ধ্যায় হেগ-এ পৌঁছেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটন দুতার্তের গ্রেপ্তারের বিষয়ে অবগত এবং ফিলিপাইন্স কর্তৃপক্ষের এই পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission