ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

রাশিয়ার অতর্কিত হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১৮

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ১১:০৯ এএম


loading/img

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জনই শিশু। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বিজ্ঞাপন

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, এটি চলতি বছরে মস্কোর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ বন্ধে তৎপর তার মধ্যে শুক্রবার (৪ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে এই হামলা হলো। 

বিজ্ঞাপন

নিপ্রপেত্রোভস্কের গভর্নর সেরহি লিসাক বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়ছে এবং আগুন ধরেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে হতাহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ছে। লিসাক জানান, আহত ৩০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে তিন মাসের এক শিশুও রয়েছে। 

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশী প্রশিক্ষকদের একটি সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার ফলে, শত্রুপক্ষের ৮৫ জন বিদেশী সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহণেরও বেশি ক্ষতি হয়েছে।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |