ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তুরস্কে আটক দুই অনুসন্ধানী সাংবাদিক

ডয়চে ভেলে

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৩:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তিমুর সয়কান এবং মুরাদ অ্যাগিরেল সরকার বিরোধী দৈনিক বিরগুন এবং কমহুরিয়াতের সাংবাদিক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোর রাতে আটক করা হয় এই দুই অনুসন্ধানী সাংবাদিককে।

ইস্তাম্বুলে প্রসিকিউটরের দপ্তর থেকে জানানো হয়, এই দুই সাংবাদিকের বিরুদ্ধে হুমকি এবং ব্ল্যাকমেলের অভিযোগ আছে। তারা আরো জানান, অভিযুক্তদের আটক করে তল্লাশি করা হচ্ছে এবং তদন্ত চলছে।

বিজ্ঞাপন

তিমুর এবং মুরাদ সরকার বিরোধী দৈনিক বিরগুন এবং কমহুরিয়াতের সাংবাদিক।

আটকের নিন্দা করে এই দুই পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে, ইস্তাম্বুলের মেয়র ইমামোলুর গ্রেপ্তারি নিয়ে অনুসন্ধান করার কারণেই তিমুর এবং মুরাদকে আটক করা হয়। তুরস্কে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এর্দোয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমামোলু।

কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস সত্ত্বেও আটক এই দুই ধৃত সাংবাদিকদের আইনজীবী এনেস এরমানের জানিয়েছেন, আগে থেকে কর্তৃপক্ষের সামনে স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়া সত্ত্বেও তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সহযোগিতা করার জন্য প্রস্তুত এবং সাক্ষ্য দেওয়ার জন্য সময় নির্ধারণ করা ব্যক্তিদের গ্রেপ্তার করা কেবলমাত্র বেআইনিই নয়, এর থেকে প্রমাণিত হয় শত্রু বিষয়ক ফৌজদারি আইন প্রণয়ন করা হচ্ছে।

অন্যদিকে, প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্ল্যাশ হাবর টিভির মালিক মেহমত এমিন গোকটুগের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এই দুই সাংবাদিককে। অভিযোগকারী যদিও এই মুহূর্তে জেলবন্দি। তার বিরুদ্ধে টাকা তছরুপ এবং খেলাধুলা নিয়ে বেআইনি জুয়া খেলার অভিযোগের বিচার চলছে।

গোকটুগ বলেন, তিমুর এবং মুদার তাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে তার চ্যানেলটি হাতাতে চেয়েছিল।

অন্যদিকে, রিপোর্টার্স উইদাউট বর্ডারস বা আরএসএফ-এর পক্ষও থেকে জানানো হয়, ইমামোলুর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন করার জেরেই আটক হন ওই দুই সাংবাদিক। আরএসএফ-এর তুরস্কও শাখার প্রতিনিধি এরল ওন্ডেরোগলু একটি বিবৃতিতে বলেন, সাংবাদিকদের আটক, জিজ্ঞাসাবাদ এবং তল্লাসি কেবলমাত্র তাদের খবরের উৎস জানার জন্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরএসএফ আরো জানায় ১৯ মার্চের উত্তাল পরিস্থিতির পর থেকেই তুরস্কে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে নিশানা করা হচ্ছে। তিমুর এবং মুরাদকে চার দিন পর্যন্ত আটক রাখা হতে পারে। এখনো কোন আদালতে তোলার তারিখ জানা যায়নি। এরদোয়ান-বিরোধী সংবাদ প্রকাশ করার জন্য এর আগেও আইনি চাপে পরতে হয়েছিল এই দুই সাংবাদিককে।

বৃহস্পতিবার রাতেই কনটেম্পোরারি জার্নালিস্টস অ্যাসোসিয়েশানের পক্ষ থকে স্টোরি অফ দ্য ইয়ারের সম্মান পাওয়ার কথা ছিল তিমুরের।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |