ভারতে এক অটোচালকের মারধরে প্রাণ হারিয়েছেন গোয়ার সাবেক আইনপ্রণেতা (এমএলএ) লাভু মামলেদার।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কর্ণাটকের বেলাগাভিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মুজাহিদ সানাদি নামের ওই অটোচালককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য মিন্টের এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার কর্ণাটকের বেলাগাভিতে সড়ক দুর্ঘটনা নিয়ে ওই অটো চালকের সঙ্গে লাভু মামলেদারের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই চালক বেশ কয়েকবার তাকে আঘাত করেন। এরপর তিনি তার হোটেলে ফিরে যান। সেখানে যাওয়ার পরই সিঁড়িতে হঠাৎ করে পড়ে যান তিনি। এর কয়েক মিনিট পর তার মৃত্যু হয়।
জানা যায়, ব্যবসায়িক কাজে কর্ণাটাকের বেলাগাভিতে গিয়েছিলেন লাভু। সেখানেই এমন মৃত্যু হয়েছে তার। এরপর পুলিশ সেখানকার সিসিটিভির একটি ফুটেজ সংগ্রহ করে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, লাভুকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তি করার আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।
২০১২ সালে রাজনীতিতে নাম লেখান লাভু মামলেদার। ওই বছরই মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির হয়ে নির্বাচন করে গোয়ার আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের হয়ে সে বছর নির্বাচন করে ব্যর্থ হন তিনি।
আরটিভি/এসএইচএম/এআর