ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করলেন মোদি, ফিরেই জরুরি বৈঠকে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০:৪৫ এএম


loading/img
ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তড়িঘড়ি দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) ভোরে বিমানবন্দরে নেমেই মোদি ঘোষণা করেছেন, কাশ্মীরে বন্দুক হামলায় জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। খবর রয়টার্সের। 

ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া দুইজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়েবার গোপন সহযোগী (শ্যাডো গ্রুপ) দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে হামলাকারীর পরিচয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

সফরসূচি অনুযায়ী, বুধবার (২৩ এপ্রিল) রাতে দিল্লি ফেরার কথা ছিল মোদির। কিন্তু, পহালগাম ঘটনায় মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সকালে দুদিনের সফরে সৌদি আরবের জেড্ডা শহরের উদ্দেশে রওনা দেন মোদি। সৌদি প্রিন্স যুবরাজ সালমানের আমন্ত্রণেই এই সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহালগামের বৈসরন উপত্যকার জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই ভারতে ফেরার তোড়জোড় শুরু করে মোদি।

সৌদি থেকেই সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের পহালগামে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব ধরনের সহায়তা করা হবে।

এরপরেই জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের অঙ্গীকার দৃঢ়। এটা আরও কঠিন হবে।

জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ও সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

পাহালগামের ঘটনাকে সাম্প্রতিক সময়ে উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে সংঘটিত ভয়াবহতম হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জি মেলানিসহ বিশ্বনেতারা। তারা সবাই ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ভারতের আনুমানিক পাঁচ লাখ সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে এ অঞ্চলে। সেখানে অস্থিরতার জন্য নিয়মিত পাকিস্তানকে দোষারোপ করে ভারত। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে, তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |