ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

যৌতুক না পাওয়ায় গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ১১:৩৪ এএম


loading/img

যৌতুক না দেয়ায় রংপুরের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

মাত্র দুই বছর আগেই রংপুরের কশাইপাড়া গ্রামের হাসানুজ্জামান মনুর সঙ্গে বিয়ে হয় পাশের পানবাজার গ্রামের রোকসানা বেগমের। 

রোকসানা বেগমের পরিবার জানায়, বিয়ের সময় জমি বিক্রি করে জামাইকে এক লাখ টাকা যৌতুক দেয়া হয়। এরপর বিয়ের এক বছর যেতে না যেতেই আবারো লাখ টাকা দাবি করেন মনু। যৌতুক না দেয়ায় রোকসানার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। 

বিজ্ঞাপন

এদিকে রোকসানার স্বামী মনুর দাবি, সে এক লাখ টাকার ছেলে না, সে দুই লাখ টাকার ছেলে। মেয়ের কষ্টের কথা চিন্তা করে জামাইকে আবারও ৫০ হাজার টাকা দেন রোকসানার বাবা। পরে ফের ৫০ হাজার টাকা দাবি করে মনু। তবে এবার যৌতুকের টাকা না দিলে আবারও নির্যাতনের শিকার হয় রোকসানা। গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন রংপুর মেডিক্যালে। 

রংপুর কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

 

বিজ্ঞাপন

আরকে/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |