অনলাইনে শপিং কতোটা নিরাপদ

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ১২ জুন ২০১৭ , ০১:৩১ পিএম


অনলাইনে শপিং কতোটা নিরাপদ

বছরের সবচেয়ে বড় উৎসবকে তো আর হেলাফেলা করে উদযাপন করা চলে না। আর ঈদের সময় আমরা অনেকেই অনলাইনে শপিং করে থাকি। ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটার মাধ্যমকেই মূলত অনলাইন শপিং বলা হয়। এর মাধ্যমে নির্দিষ্ট পণ্যের সাইটে ঢুকে পছন্দসই পণ্য অর্ডার দিলে সেটা বাসায় পৌঁছে দিয়ে যাবে সেবাদানকারী প্রতিষ্ঠান। ইন্টারনেট অনেককিছুই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। এখন ঘরে বসেই আমরা সেরে ফেলতে পারছি অনেক কাজ। ইন্টারনেটের অনেক সুবিধার একটি হলো অনলাইন শপিং। ঘরে বসে অনলাইনে শপিং করলে সময়ও বাঁচানো যাচ্ছে। আবার শপিংয়ের ঝক্কি পোহাতে হচ্ছে না।

বিজ্ঞাপন

অনলাইনে শপিংয়ের যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে। অনলাইনে অনেক সময় কিছু লোভনীয় অফার দেয়া হয় কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয়। এর ফলে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাহলে জেনে নিন অনলাইন শপিংয়ের মাধ্যমে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং এ থেকে মুক্তির টিপস থাকছে আপনাদের জন্য। 

বিজ্ঞাপন

  • এমন অনেক অনলাইন শপিং সাইট আছে যেগুলো ততটা জনপ্রিয় নয়। কিন্তু ভাল অফার দেয়। লোভনীয় সেই অফারের দিকে ঝোকার আগে দেখে নিন ওয়েবসাইটটা স্বীকৃত কিনা।
  • ব্রাউজার উইন্ডো’র লক আইকনটা আছে কি না দেখে নিন। বিশেষ করে আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এটা দেখে নেওয়ার কথা মাথায় রাখবেন।
  • অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আপনার কিছু তথ্য শপিং সাইটের সঙ্গে শেয়ার করতে হয়। দেখবেন সেই তথ্যগুলো যেন সঠিক হয়। তবে পেমেন্টের আগে ভালোভাবে বিচার বিবেচনা করবেন।
  • অনেক সময়ই দেখবেন আকর্ষণীয় অফার নিয়ে আপনার কাছে একাধিক ইমেল আসে। এগুলো ভুয়া হতে পারে। তাই সাবধান থাকবেন।
  • খুব কঠিন কোনো পাসওয়ার্ড দেবেন। তা নাহলে সহজেই যে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে।
  • নিজের ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা যখন করবেন ভিসা বা মাস্টার সিকিউর কোড প্রোগ্রাম’র দ্বারা তা অবশ্যই যাচাই করিয়ে নেবেন।
  • অনেক ওয়েবসাইট গিফ্ট কার্ডের উপর অনেক লোভনীয় অফার দেয়। অনেক সময়ই তা ঠকিয়ে আপনার ক্রেডিট কার্ডের সম্বন্ধে বিশদে জানার একটা উপায় মাত্র। হয়তো গিফ্ট কার্ড হাতে নিয়ে দেখলেন যে তাতে কোনও কিছুই নেই। তাই সাবধান থাকবেন।

আরকে/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission