ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার আশ্চর্য উপকারিতা!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ১১:১১ এএম


ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার আশ্চর্য উপকারিতা
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

আমাদের ঘরে ফ্রিজ একটি অপরিহার্য জিনিস। সাধারণত এতে সংরক্ষণ করা হয় কাঁচা সবজি, মাছ, মাংস, দুধসহ অন্যান্য খাবার, যাতে এগুলো দীর্ঘ সময় সতেজ থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, ফ্রিজে টয়লেট টিস্যু রাখার কথা? বিষয়টি অদ্ভুত শোনালেও, বাস্তবে এটি বেশ কার্যকর একটি কৌশল!

বিজ্ঞাপন

সম্প্রতি ইংল্যান্ডভিত্তিক খাদ্যবিষয়ক ওয়েবসাইট ‘অনেস্ট ফুড টক’-এর সম্পাদক রুইজ আস্রি জানান, ফ্রিজের দুর্গন্ধ দূর করতে টয়লেট টিস্যু হতে পারে একটি সহজ ও সাশ্রয়ী সমাধান। তার মতে, টয়লেট পেপারের রয়েছে চমৎকার শোষণ ক্ষমতা। ফ্রিজে অতিরিক্ত আর্দ্রতা জমে ছত্রাক, জীবাণু এবং কটু গন্ধ তৈরি করে, যা খাবারকে দ্রুত নষ্ট করে দিতে পারে। কিন্তু একটি নতুন টয়লেট পেপার রোল এই আর্দ্রতা শুষে নিতে সক্ষম, ফলে ফ্রিজ দীর্ঘ সময় সতেজ ও গন্ধমুক্ত থাকে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা
অনেকে বলছেন, ফ্রিজে টয়লেট টিস্যু রাখার পর পুরনো খাবার বা দুধের গন্ধ অনেকটা কমে গেছে। বিশেষ করে বাসি খাবার থেকে যে দুর্গন্ধ ছড়ায়, তা আর আগের মতো বিরক্তিকর নয়। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি তিন সপ্তাহ পরপর টয়লেট পেপার রোলটি বদলে ফেলতে হবে। আর সবচেয়ে জরুরি সতর্কতা হলো, ফ্রিজে ব্যবহৃত টয়লেট পেপার কখনোই আবার বাথরুমে ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

বিকল্প সমাধান: বেকিং সোডা
যারা একটু দীর্ঘস্থায়ী ও আরও কার্যকর সমাধান খুঁজছেন, তাদের জন্য লাইফস্টাইলভিত্তিক ওয়েবসাইট ‘প্যারাদে’ জানিয়েছে আরেকটি উপায়। তাদের মতে, বেকিং সোডা দুর্গন্ধের জন্য দায়ী অ্যাসিড ও আর্দ্রতা শোষণে সক্ষম। একবার ব্যবহার করলে এটি তিন মাস পর্যন্ত কার্যকর থাকে, যেখানে টয়লেট পেপার মাত্র তিন সপ্তাহ। তাই এটি খরচের দিক থেকেও তুলনামূলক সাশ্রয়ী।

আরও পড়ুন

উল্লেখ্য,  যদিও টয়লেট পেপার ফ্রিজে রাখা বেশ অস্বাভাবিক মনে হতে পারে, তবে এটি দুর্গন্ধ দূর করতে একটি সহজ ও কার্যকর পদ্ধতি। চাইলে আপনি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। দুটোই আপনার ফ্রিজকে রাখবে আরও সতেজ, পরিষ্কার ও গন্ধমুক্ত।

বিজ্ঞাপন

 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission