ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৬:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এই আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের ডিবির এসআই ফেরদৌস আলম কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের সরকারি আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গত ১৮ ডিসেম্বর কামরুল ও সোলাইমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২২ ডিসেম্বর কারাগার থেকে তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন। তাকে হত্যার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে একটি মামলা করেন ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্বাস আলী। এ মামলার এজাহারে কামরুল ও সোলাইমানের নাম রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |