স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ১০:৫৫ এএম


স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়

অধ্যাপক ড. তোফায়েল আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) রাতে জানানো হয়েছে যে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন তুলে দেয়া হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান, বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ও লেখক ইলিরা দেওয়ান।
 
জানা গেছে, দুই খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথমখণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনসহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য চার শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে। 
 
কমিশন আশা করছে, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোর সামগ্রিক কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরসহ এর খোল নলচে পুরোপুরি পাল্টে যাবে। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিশ্বে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission