• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

বঙ্গবন্ধুকে অবমাননা করায় চাকরি হারালেন ঢাবি অধ্যাপক

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬
বঙ্গবন্ধু শিক্ষক পত্রিকা
ড. মোর্শেদ খান

পত্রিকায় একটি নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের নাম ড. মোর্শেদ খান। তিনি মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় আজ বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দেওয়া সুপারিশের ভিত্তিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘চাকরি থেকে অব্যাহতি’ কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, চাকরি থেকে অব্যাহতি বলতে তিনি (মোর্শেদ হাসান) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষে শিক্ষক হিসেবে যে প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা, তা তিনি পাবেন।

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক।

২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে নিবন্ধ লেখেন তিনি। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন অধ্যাপক মোর্শেদ। পরে অবশ্য তিনি ওই লেখাটির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বঙ্গবন্ধু সংশ্লিষ্ট অংশটুকু প্রত্যাহার করে নেন।

পরে দুই এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। একইসঙ্গে ঘটনা তদন্তে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
প্রাথমিকে ৬ হাজার ৫৩১ পদে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন