ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ব্যান্ড সদস্যরাই ভিডিওর নির্মাতা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ , ০৩:৩৫ পিএম


loading/img

ব্যান্ডদল ‘পার্থিব’ নিজেরাই নিজেদের মতো করে গানের ভিডিও বানানোর উদ্যোগ নিলেন। এমনটা সচরাচর দেখা যায় না।

বিজ্ঞাপন

ব্যান্ডের প্রধান ভোকাল ও লিড গিটারিস্ট রুমন জানিয়েছেন, তাদের শেষ অ্যালবাম ‘স্বাগত বাংলাদেশে’ থেকে ‘বৈশাখ’ গানটিকে বাছাই করলেন ভিডিওর জন্য। যেমন ভাবনা তেমন কাজ। ব্যান্ড সদস্যরা মিলে তৈরি করলেন একটি চিত্রনাট্য। জোগাড় করলেন লাইট-ক্যামেরা।

দিনভর চারুকলা, সোহরাওয়ার্দি উদ্যান ঘুরে শুটিং আর রাতভর করলেন সম্পাদনার কাজ। অতঃপর ১৩ এপ্রিল রাতে নিজেদের বানানো প্রথম ভিডিওটি প্রকাশ পেল সিএমভি’র ইউটিউব চ্যানেলে।  

বিজ্ঞাপন

রুমন বলেন, ‘আমাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা। সবাই এমন কাজ প্রথম করলাম। কথা দিচ্ছি, এই তো শুরু। আরও অনেক ভিডিও আসছে আমাদের তৈরি।’

যুগ পেরুনো ‘পার্থিব’তে রুমন ছাড়া দলের অন্য সদস্যরা হলেন, কিবোর্ড ও কণ্ঠে রনি, বেজ গিটার ও রেকর্ডিংয়ে কিবরিয়া কিবু, ড্রামস ও পারকাশনস-এ শুভ এবং অতিথি গিটারিস্ট হিসেবে সেলিম হায়দার।

ব্যান্ডের প্রকাশিত অ্যালবামগুলো হলো- ‘বাউন্ডুলে’ (২০০৫), ‘উৎসর্গ নিজেকে’ (২০১১), ‘পার্থিব দ্য ডেফিনিটিভ অ্যালবাম’ (২০১৪) এবং ‘স্বাগত বাংলাদেশে’ (২০১৬)।

বিজ্ঞাপন

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |