রাতে লন্ডনের উদ্দেশে রওনা হবেন টাইগাররা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ , ০৪:০৬ পিএম


রাতে লন্ডনের উদ্দেশে রওনা হবেন টাইগাররা (ভিডিও)

ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে বুধবার রাত ১টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন টাইগার সদস্যরা।

বিজ্ঞাপন

সেখানে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করবেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। স্থানীয় ক্লাবের সঙ্গে খেলবেন দু’টি অনুশীলন ম্যাচ। তারপর ত্রিদেশীয় সিরিজ খেলতে পাড়ি জমাবেন ডাবলিনে। যেখানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবেন মাশরাফিরা। এতে প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

১২ মে প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ২৪ মে টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আবার ফিরবেন ইংল্যান্ডে।

বিজ্ঞাপন

আসছে ১ জুন র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল নিয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। আসরের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবারের আসরের যৌথ আয়োজক ইংল্যান্ড ও ওয়েলেস। এ বছর মোট আটটি দল দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে।

'এ' গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আর 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

১৮ জুন ফাইনালের মাধ্যমে শেষ হবে আট জাতির এ মর্যাদার টুর্নামেন্ট।

 

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission