ঢাকাMonday, 26 May 2025, 12 Jyoishţho 1432

নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস উদযাপন করবে আরটিভি

আরটিভি নিউজ

রোববার, ২৭ নভেম্বর ২০২২ , ০৫:০১ পিএম


loading/img

আগামী ৩ ডিসেম্বর ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে প্রতিবন্ধী শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আরটিভি।

বিজ্ঞাপন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই অনুষ্ঠান হবে। প্রতিবন্ধীদের সম্পর্কে সবাইকে জানাতে এবং তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আরটিভির এই আয়োজন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীর নাম, মোবাইল নম্বর, বয়স, প্রতিবন্ধীতার ধরন এবং ঠিকানা সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া ভোটার আইডি-জন্ম নিবন্ধন-প্রতিবন্ধী কার্ড-সূবর্ণ কার্ডের যেকোনো একটি বাধ্যতামূলক। Inspiration Welfare Society এর ফেসবুক ম্যাসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে সকল তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করা যাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে আরটিভির চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমসহ বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |