ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

নামী প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করছে : শিক্ষা উপমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ২২ মে ২০২৩ , ১১:৪৪ পিএম


loading/img

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নামীদামি শিক্ষা প্রতিষ্ঠান সৃজনশীল কাজে নেই। ভালো ফলাফলের শিক্ষার্থীদের তারা মানসিক নির্যাতন করছে। এজন্য অভিভাবক, শিক্ষকদেরও দায়ী করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় দিবসে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উপমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরের নামীদামি প্রতিষ্ঠানগুলো সৃজনশীল কাজ করে না। বিদ্যালয়গুলোয় অভিভাবক, শিক্ষক সবাই মিলে বলা যায় এক প্রকার মানসিক নির্যাতন করছে শিক্ষার্থীদের। কারণ, পড়াশোনার বাইরে তাদের কিছু করতে দিচ্ছি না, দেই না। এ জন্য অভিভাবকরাও বেশি দায়ী। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে অথবা সরকারি কর্মকর্তা হতে হবে। এই চাপে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অথচ শহরগুলোর বাইরে আমরা দেখছি শিক্ষার্থীরা উন্মুক্ত চিন্তা করার সুযোগ পাচ্ছে। তারা অনেক সৃষ্টিশীল কাজ করছে। দেখা যাবে এই শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উন্নত করবে। আর যাদের মানসিক নির্যাতন করে শুধু ভালো ফলাফল পাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, তাদের বেশি সংখ্যক একসময় দেশ থেকে পালিয়েই যাবে। এই ফলাফল নির্ভরতা থেকে বেরিয়ে আমাদের সন্তানরা সব কাজে এগিয়ে যাবে, এই হোক আমাদের প্রত্যাশা।

পৃথিবীর কোনো দেশে ১৩ বছর, ১৪ বছর ১৫ বছরে কাউকে মেধাবী শিক্ষার্থী বলে স্বীকৃতি দেওয়া হয় না জানিয়ে নওফেল বলেন, আমাদের দেশে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে বলা হয় আমার ছেলেটা খুব মেধাবী, তাই তাকে এই স্কুলে (নামীদামি) ভর্তি করানো উচিত। শিক্ষা নেওয়া এবং মূল্যবোধ শেখার কোনো সুযোগ আমরা করে দিচ্ছি না।

এই পরিস্থিতি উত্তরণে গণমাধ্যমের সহযোগিতা চান শিক্ষা উপমন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |