ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

তোপের মুখে ডেনমার্কে কোরআন অবমাননা নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ , ০৮:১৮ পিএম


loading/img

বিশ্বের অনেক দেশে কোরআন অবমাননায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডেনমার্ক। শুক্রবার (২৫ আগস্ট) দেশটি এ সংক্রান্ত এক আইন প্রস্তাব করেছে। 

বিজ্ঞাপন

দেশটির বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড সাংবাদিকদের বলেন, সরকার একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বের বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে। আইনটি বিশেষ করে জনসমাগমস্থলে অগ্নিসংযোগ ও অপবিত্রতাকে লক্ষ্য করে তৈরি হচ্ছে।

কোরআন পোড়ানো মৌলিকভাবে অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ দাবি করে হামেলগার্ড বলেন, এতে করে ডেনমার্কের স্বার্থের ক্ষতি হয়। নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করবে। আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উস্কে দিতে যথাসাধ্য চেষ্টা করতে থাকে।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে।

সম্প্রতি সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় সমগ্র বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এমনকি বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ওআইসির উদ্যোগে জাতিসংঘে সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সূত্র : আরব নিউজ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |