ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

রোববার, ২৭ আগস্ট ২০২৩ , ০২:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (২৭ আগস্ট) দুপুরে ১টার পর কাফনের কাপড় পরে নীলক্ষেত মোড়ে সড়কে শুয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। 

এ সময় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’সহ বিভিন্ন লেখা দেখা যায়।

বিজ্ঞাপন

সাগর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সমন্বয়ক ম্যাডাম আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে রেখেছেন। অন্যদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই। আজকে আমরা দাবি আদায়ে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। হয় প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মরব।

রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আর আমরা এখনও বছরভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |