৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হবে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩৯তম বিসিএসের বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি। এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
গত ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।
৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম এরইমধ্যে শেষ হয়েছে। গত ১০ আগস্ট এই বিসিএসের আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে।
৩৯তম বিসিএসে চার হাজার ৫৪২ জন সহকারি সার্জন এবং ২৫০ জন সহকারি ডেন্টাল সার্জন নেয়া হবে। সবমিলিয়ে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কে/