ঢাকাTuesday, 29 July 2025, 14 Shrabon 1432

বাংলাদেশিদের জন্যে স্কলারশিপসহ সুবর্ণ সুযোগ দিলো যুক্তরাজ্য

আরটিভি নিউজ

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ২১০টি গ্রেট স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ৭১টি শীর্ষ বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যে (ইউ.কে) স্নাতকোত্তর ডিগ্রি নিতে ইচ্ছুকদের জন্যে ‌‘গ্রেট স্কলারশিপ’ নামের বিশেষ মেধাভিত্তিক বৃত্তিগুলো দেওয়া হবে। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জানা গেছে,  এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্সের জন্য প্রতিটি মেধাবৃত্তির সর্বনিম্ন অর্থ ধরা হয়েছে ১০ হাজার ব্রিটিশ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্ক ইত্যাদি দেশের যোগ্য প্রার্থীরা সেপ্টেম্বরে শুরু হওয়া নির্বাচিত স্নাতকোত্তর প্রোগ্রামগুলির সাথে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রতিটি বৃত্তি যৌথভাবে যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন এবং অংশগ্রহণকারী যুক্তরাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। গ্রেট ক্যাম্পেইন যুক্তরাজ্য সরকারের একটি উদ্যোগ। যা উচ্চ শিক্ষার সুযোগের মাধ্যমে ১৫টি দেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এটি কর্মসংস্থানের সুবিধা দেয়, সেই সঙ্গে আন্তর্জাতিক দর্শক, ছাত্র, ব্যবসায়ী, বিনিয়োগকারী, বাসিন্দা এবং পেশাদারদের শেখার পরিবেশ বৃদ্ধি করে।

কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে ব্রিটিশ কাউন্সিল এই স্কলারশিপের সুযোগ দিচ্ছে একটি বিশেষ সাক্ষাতকারে, ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন ইন্ডিয়ার পরিচালক এবং গ্রেট স্কলারশিপের শীর্ষ কর্মকর্তা ভারতের রিত্তিকা চন্দ পারুক বিস্তারিত জানিয়েছেন। প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন। আবেদন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |