• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

গীতিকার আবদুল কাদির আর নেই

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
গীতিকার আব্দুল কাদির আর নেই
ছবি : সংগৃহীত

‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ প্রখ্যাত এই গজলের গীতিকার আবদুল কাদির হাওলাদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি মারা যান।

জানা গেছে, কিছুদিন আগে তৃতীয়বারের মতো হার্টস্ট্রোক হয় গীতিকার আবদুল কাদির হাওলাদারের। তারপর তাকে রাজধানীর কাকরাইলে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার জোহরের নামাজের পর রাজধানীর শনির আখড়া ছাপরা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গীতিকার আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’সহ বিভিন্ন শিল্পিগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’, ‘কত জানাজার পড়েছি নামাজ’, ‘একদিন তোমারই নাম মসজিদে হবে এলান’সহ অনেক জনপ্রিয় ইসলামী সঙ্গীতের লেখক তিনি।


রটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী
রেকর্ড গড়লেন গীতিকার জসিম উদ্দিন আকাশ
ব্যাড গার্লস নিয়ে দুই গীতিকারের গান 
‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন