নিউজিল্যান্ড কন্ডিশনে খেলাটা কঠিন হবে, তারপরও ঘরের মাঠের সাম্প্রতিক সাফল্যকে কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে মিরপুরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বেশ লম্বা সময় পর দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে টাইগারদের সময়টা কেটেছে স্বপ্নের মতো। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিপক্ষে সিরিজ জয় দিন দিন প্রত্যাশা বাড়িয়েছে অনেক বেশি। এবার সেই প্রত্যাশা পূরণের পালা ঘরের মাঠ ছাড়িয়ে দেশের বাইরে। তবে তা কতটুকু পূরণ হবে?
মাশরাফি বিন মুর্তজা বলেন, পথটা খুব সহজ হবে না। দেশের বাইরে গিয়ে খেলা চ্যালেঞ্জ। তবে দেশের মাটিতে যেভাবে খেলেছি, সেই পারফরম্যান্স শো করতে পারলে নিউজিল্যান্ডেও সাফল্য পাওয়া সম্ভব। ভিন্ন কন্ডিশন হলেও আশা করছি ভালো হবে।
এদিকে এ সিরিজের আগে পেসার মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম ইনজুরির কারণে ছিটকে পড়ায় খানিকটা চিন্তিত হলেও টাইগার অধিনায়ক চিন্তিত নন সৌম্যর অফফর্ম কিংবা সাকিবের পুরোপুরি ফর্মে না থাকা নিয়ে।
তবে সবকিছুকে পেছনে ফেলে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে ব্ল্যাক ক্যাপসদের মাঠেও বাঘের গর্জন শোনাবেন সাকিব, তমিমি, মশরাফিরা এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।
সিডনিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। ২৬ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।
ডিএইচ