• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জাবির প্রশাসনিক ভবন অবরোধ, বানানো হয়েছে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ অক্টোবর ২০১৯, ১৫:১০
জাবির প্রশাসনিক ভবন অবরোধ, বানানো হয়েছে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’
জাবির প্রশাসনিক ভবন অবরোধ, বানানো হয়েছে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’

দুর্নীতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে বানানো হয়েছে উপাচার্য অপসারণ মঞ্চ।

আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত।
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কোনও কর্মকর্তা ও কর্মচারী। এছাড়া কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১৩.০৫ শতাংশ
---------------------------------------------------------------

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পদে আর দেখতে চাই না। এই উপাচার্য তার দুর্নীতির সাফাই গাওয়ার জন্য সব মহলের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহার করছে। আমরা যৌথ আন্দোলনের মাধ্যমে এই উপাচার্যকে অপসারণ করে ছাড়বো।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ’উপাচার্য তার স্বামী, সন্তান ও বিশ্ববিদ্যালয়ের সকল শাখায় ভারপ্রাপ্তদের রেখে স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমরা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবো।’

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক
জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ জানুয়ারি
জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গণ-অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ দিয়েছে: গণশিক্ষা উপদেষ্টা