ঢাকা

বিদ্যালয়ের ভবনে মৌমাছি! (ভিডিও)

কুড়িগ্রাম প্রতিনিধি (উত্তর), আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ , ০৩:৫৪ পিএম


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর কচাকাটা প্রাথমিক বিদ্যালয়ের ভবনে মৌমাছির ২২টি চাক বাসা বেঁধেছে। মাঝে মাঝে চাক থেকে মৌমাছি এসে শিক্ষার্থীদের আক্রমণ করছে।

বিজ্ঞাপন

ফলে অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়েও আসছে না। তবে ফাইনাল পরীক্ষা থাকায় বাধ্য হয়ে স্কুলের দরজা জানালা বন্ধ করে বাৎসরিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের কার্নিশে প্রায় মাস খানেক আগে এক ঝাঁক মৌমাছি একটি চাক তৈরি করে। এরপর কয়েক দিনের মধ্যে চাকের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে স্কুল ভবনে ২২টি চাক তৈরি করেছে মৌমাছির দল।

বিজ্ঞাপন

স্কুলের শিক্ষার্থীরা বলেন, ‘ক্লাস চলাকালীন মাঝে মাঝেই মৌমাছি উড়ে এস আমাদের কামড়ে দেয়। ফলে ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।’

আর স্কুলের শিক্ষকরা বলেন, বিকল্প কোনেও ব্যবস্থা না থাকায় আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করে এবং রুমের দরজা-জানালা বন্ধ করে বাৎসরিক পরীক্ষা নিচ্ছেন তারা।

এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি তাইজুল ইসলাম জানান, যখন চাকের সংখ্যা কম ছিলো তখন স্থানীয়ভাবে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সহকারী শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী বলেন, দেখেশুনে একটি ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |