• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

মৌমাছির কামড়ে প্রাণ গেল যুবকের, আহত ১৭

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ২২:১০
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: সংগৃহীত

মৌমাছির কামড়ে ফরিদপুরের মধুখালীতে সুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

সুশান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি গাছে মৌমাছির চাক ছিল। ওই চাকে কোনো এক পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে। মৌমাছির কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা এলাকার দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহসিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কবির সরদার বলেন, হাসপাতালে আনার আগেই সুশান্ত সাহার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্তত ৩৫ থেকে ৪০টি কামড়ের চিহ্ন দেখা যায়। এ ছাড়া দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড পরিমাণ সরিষার আবাদ, মন হারিয়ে যায় দিগন্তজোড়া হলুদ সমুদ্রে
হঠাৎ মৌমাছি কামড়ালে যা করবেন
বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করলো ভারত
মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের