• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

গণস্বাস্থ্যের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:০০
Public health corona lab and plasma center closed

স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটিপিসিআর ল্যাব ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই অভিযোগ করে তা বন্ধের নির্দেশ দিয়েছে। সোমবার (৩১ আগস্ট) অধিদপ্তরের পরিচালক ফোন দিয়ে তা বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছে গণস্বাস্থ্য।

এ বিষয়ে গণস্বাস্থ্য থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১টার দিকে পরিচালক, হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে বলেন, আপনাদের অনুমোদন নেই এবং আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন। কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। আরটিপিসিআর ফর কোভিড-১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গত ১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) বরাবর করোনা শনাক্তে আরটিপিসিআর পরীক্ষা এবং প্লাজমা সেন্টার কার্যক্রম চালু করার জন্য ই-মেইলে চিঠি দে-ই। আপনাদের নিকট থেকে কোনো সাড়া না পেয়ে আজ (৩১ আগস্ট) পুনরায় চিঠি দিই।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য নগর হাসপাতাল (নিবন্ধন কোড: HSM67316), গণস্বাস্থ্য ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টার (নিবন্ধন কোড: HSM32496), গণস্বাস্থ্য ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউসন সেন্টার (নিবন্ধন কোড: HSM05039), লাইসেন্সের আবেদন আপনাদের বিবেচনাধীন আছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (হাসপাতাল) বক্তব্য জনস্বার্থবিরোধী ও অবিবেচনাপ্রসূত। তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ক দুর্বলতা ইতোপূর্বে আমি প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি।’

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘আশা করি আপনি অবগত আছেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বাংলাদেশ ফিল্ড হাসপাতালকে স্বাধীনতা উত্তরকালে গণস্বাস্থ্য ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে নামকরণ করেন। ১৯৭৪ সালে সরাসরি নির্দেশ জারি করে এ প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রায় ৩১ একর জমি হুকুম দখল করিয়ে দিয়েছিলেন। ১৯৭২ সালে সরকারের অনুমোদনে গণস্বাস্থ্য জনহিতকর দাতব্য ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয়। সরকার গণস্বাস্থ্য জনহিতকর ট্রাস্টকে ১৫-ডি এর আওতায় সকল প্রকার দান গ্রহণ ও আয়কর মুক্ত সুবিধা দেন। গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টার, গণস্বাস্থ্য ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার গণস্বাস্থ্য জনহিতকর দাতব্য ট্রাস্টের অধীনে সম্পূর্ণ অলাভজনক সংগঠন।’

তিনি আরো বলেন, ‘গত ২৪ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান হাসপাতাল হিসেবে আমরা দেশ তথা পৃথিবীর বর্তমান করোনাজনিত মহামারিতে আমাদের হাসপাতালে দেশের প্রচলিত নিয়মে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ, উন্নতমানের যন্ত্রপাতির সহায়তায় স্বল্পমূল্যে করোনার জন্য আরটিপিসিআর পরীক্ষা এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু করতে ইচ্ছুক। আশা করি, আমরা আপনার কাছ থেকে যথাযথ সহায়তা এবং দ্রুত অনুমোদন পাব।’

পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান
আন্দোলনকারীদের চিকিৎসা নিয়ে অপপ্রচারের শিকার গণস্বাস্থ্য কেন্দ্র
স্নাতক পাসেই গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি
১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল, ১০ লাখ টাকা জরিমানা