• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিশ্বে করোনায় আরও ৩১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২৩, ০৮:৩৯
বিশ্বে করোনায় আরও ৩১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৩৪ জন।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে তাইওয়ানে। দেশটিতে মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮০ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৩৬ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯৫৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬৩ জন এবং মারা গেছেন ৩৮ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

একইসময়ে চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১ জন এবং মারা গেছেন ১৭ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ৭ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৩২ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৯৫৩ জন এবং মারা গেছেন ৯ জন। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। পানামায় আক্রান্ত হয়েছে ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭ লাখ ৪২ হাজার ১২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৬৪৯ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৯০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাইওয়ানে স্বর্ণ জিতেছেন বিকেএসপির তামিম 
তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুদ্ধজাহাজ পাঠালো জাপান
ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
তাইওয়ানে আছড়ে পড়লো ঘূর্ণিঝড়