ঢাকাWednesday, 16 April 2025, 3 Boishakh 1432

চলতি মাসেই নিউজ পোর্টালের নিবন্ধন শুরু: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২০ , ০২:২৯ পিএম


loading/img
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

চলতি (জুলাই) মাসের মধ্যেই অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বিজ্ঞাপন

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, রিজেন্ট হাসপাতালের সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |