ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

টিকটকের মতো নতুন সুবিধা নিয়ে এলো ফেসবুক

তথ্য-প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ মার্চ ২০২১ , ০৬:৫৯ পিএম


loading/img

বিশ্বের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছোট ছোট ভিডিওতে নিজেকে তুলে ধরার সুবিধা চালু করেছে। আরো সহজ করে বলতে গেলে টিকটকের মতো নতুন সুবিধা নিয়ে এসেছে ফেসবুক। যে সকল টিকটক ব্যবহারকারী ছোট খাটো ভিডিও তৈরি করতে পারছেন না তাদের জন্য এটি সুসংবাদ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ফেব্রুয়ারি) এনডিটিভি ও সোশ্যাল মিডিয়া টুডে’র এক প্রতিবেদন থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীদের ছোট ছোট ভিডিও বানানোর জন্য নতুন একটি অ্যাপ তৈরি করছে। নতুন এই অ্যাপটিতে ব্যবহারকারীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার্থে টিকটকের মতো তৈরি করা হয়েছে নতুন এই অ্যাপ, নাম বারস (BARS)। এছাড়াও এতে অতিরিক্ত সুবিধা হচ্ছে যারা আগামীতে র‌্যাপার হতে চান তাদের জন্য বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংস্থার নিউ প্রোডাক্ট এক্সপিরিমেন্টেশন আর অ্যান্ড ডি যৌথভাবে তৈরি করেছে এই অ্যাপটি।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ নতুন অ্যাপটির বিটা ভার্সন উন্মুক্ত করেছে। খুব সহজেই মিউজিক তৈরি করে ভিডিও রেকর্ড করতে পারবেন র‌্যাপাররা। এছাড়াও ব্যবহারকারীরা প্রি-রেকর্ডেড মিউজিক পাবেন। তাতে নিজের লেখা গানের কথা বসিয়েও গান করতে পারবেন ব্যবহারকারীরা। তবে আপাতত কেবল আইওএস (iOS) ইউজাররা ব্যবহার করতে পারছেন এই অ্যাপটি।

এসআর/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |