ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সম্পত্তি লিখে দিতে বৃদ্ধকে গরম পানি ঢেলে নির্যাতন, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৪:২০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য আবদুল জলিল নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকলে বিষয়টি সবার নজরে আসে। 

এর আগে, বৃহস্পতিবার (১০ এপ্রিল)  দুপুরে লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আব্দুল জলিল গোপালপুর গ্রামের মৃত হাজী ওয়ালীউল্লার ছেলে।

বিজ্ঞাপন

নির্যাতনকারীরা হলেন, তার স্ত্রী রিনা আক্তার (৪৫), ছেলে শান্ত (২৮), নোমান (২০), রকি (১৬) এবং মেয়ে নাজমিন (২৬) ও নুপুর (১৩)।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালপুর গ্রামের মৃত হাজী ওয়ালী উল্লার ছেলে আবদুল জলিলের নামে বসতবাড়ি ও মাঠে ১২০ শতাংশ সম্পত্তি রয়েছে। জলিলের স্ত্রীসহ তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে শান্ত প্রবাসে থাকেন। তিনি প্রবাস থেকে ওই সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় আবদুল জলিলকে হুমকি দেন এবং বাড়িতে থাকা জলিলের অন্য সন্তানরা তাকে মারধর করেন। এছাড়া বাবাকে ভরণপোষণও দিচ্ছিলেন না তারা। এ ঘটনা নিয়ে এলাকায় অনেকবার সামাজিকভাবে সালিশও হয়েছে। গত বৃহস্পতিবার জলিলের সঙ্গে তার স্ত্রী-সন্তানদের কথা কাটাকাটি হয়। এ সময় জলিল ঘরের দরজা জানালা ভাঙচুরের চেষ্টা চালাতে গেলে তার ছেলে-মেয়েরা বাবার ওপর ক্ষুব্ধ হয়ে এ কাণ্ড চালায়।

নির্যাতনের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে বৃদ্ধ বাবার হাত ধরে টানাহেঁচড়া করছেন তার সন্তানরা। এ সময় তারা বাবার গায়ের গেঞ্জি টানতে টানতে ছিঁড়ে ফেলেন। বাবাকে টেনেহিঁচড়ে জবরদস্তি করে তাকে হাত পা বাঁধা হয়, এরপর গরম পানি বাবার মাথা ও মুখে ঢালেন ওই সন্তানেরা। এ সময় ওই বৃদ্ধ বাবার আত্মচিৎকার করে বলেন ‌‘ও আল্লাহ রে, ও আল্লাহ, ও মা গো মা, ও ভাইরে ভাই, ও জসিমের মারে, জসিমের মা আমারে বাঁচাও, কে কোথায় আছেন- আমারে বাঁচান, আমারে মাইরা ফেলছে তারা।

বিজ্ঞাপন

পরে ওই নির্যাতন দেখে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। ঘটনায় ভুক্তভোগী আব্দুল জলিল বাদী হয়ে সন্তান ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতনের শিকার আবদুল জলিল জানান, অনেক দিন ধরে আমার সন্তানরা সম্পত্তি নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার স্ত্রী রিনা আক্তার এর প্রতিবাদও করে না। আমাকে তারা ভরণপোষণও দেয় না। ছোটোখাটো ঘটনা নিয়ে ঝামেলা করে। ওই দিন আমার সন্তানরা বাড়ির উঠানের মধ্যে আমাকে হাত-পা বেঁধে অনেক মেরেছে। হাত-পায়ে শরীরে এখনও দাগ আছে।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। পারিবারিক কলহ থেকে এ ঘটনা। ঘটনায় নির্যাতিত আব্দুল জলিল থানায় স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে, পারিবারিক শান্তি বজায় রাখতে অভিযোগটি আবার প্রত্যাহার করেছেন তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |