চলে গিয়েও ফিরে আসলেন মির্জা ফখরুল

আরটিভি নিউজ

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ০৩:১০ পিএম


চলে গিয়েও ফিরে আসলেন মির্জা ফখরুল
ফাইল ছবি

রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দিচ্ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন কর্মীরা। কর্মীদের শান্ত করার চেষ্টাও করেন ফখরুল। কিন্তু তাতে কাজ না হওয়ায় বক্তব্য বন্ধ করে ডায়েস ছেড়ে চলে যান বিএনপি মহাসচিব। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে এসে বক্তব্য শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৬ নভেম্বর) দুপুরে তরিকুল ইসলাম স্মৃতি সংসদে অনুষ্ঠানের আয়োজন করে। 

শুধু মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার সময় এমনটা ঘটেছে তা নয়, দলটির আরেক নেতা শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন কর্মীরা। তখন দুদু কর্মীদের শান্ত করলেও অনুষ্ঠান শেষে গেট দিয়ে বের হওয়ার সময় ধাক্কাধাক্কি করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে কাঁচের গেটের একটি অংশ ভেঙে যায়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

আরএ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission