যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ রাজপথে তাদের মোকাবিলা করবে। কোনও ভাবেই তাদের ছাড় দেবে না।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার জীরানিবাজারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ফেডারেশনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য মাঝে মাঝেই সরকার পতনের হুঁশিয়ারি দেয়। কিন্তু তারা সফল হতে পারেনি। বার বার সমাবেশ ডেকেও তারা ব্যর্থ হয়েছে। এখন তারা বিদেশিদের ধারে ধারে ঘুরছে।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, দলে এখনো তার বিকল্প তৈরি হয়নি। বর্তমানে আওয়ামী লীগ অনেক বড় দলে রূপান্তরিত হয়েছে। বিশ্বব্যাপী আওয়ামী লীগের নাম সমাদৃত হয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি জেলা উপজেলায় এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য সব সময় ভাবেন।
এ সময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই পার্ক ইয়ং সিক, ওয়ার্ল্ড তায়কোয়ানডোর কাউন্সিলর ইনসেন কিম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, নেপালসহ মোট ৮টি দেশ থেকে ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।