ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গ্রেপ্তারের পর হাসপাতালে কাজী জাফর উল্লাহ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৪৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, রাতে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্লাহ অসুস্থবোধ করেন। পরে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাফর উল্লাহকে কখন আদালতে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |