রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, রাতে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্লাহ অসুস্থবোধ করেন। পরে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, জাফর উল্লাহকে কখন আদালতে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
আরটিভি/আইএম