ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

লন্ডন পৌঁছে হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন ড. ইউনূস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৯:২৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় (লন্ডন সময় সকাল সা‌ড়ে ৭টা) হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছানোর কথা বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।

বিমানবন্দ‌রে তদেরকে স্বাগত জানা‌বেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতি‌নি‌ধিরা।

বিজ্ঞাপন

লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হো‌সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার হো‌টেল ল‌বি‌তেই বেশ ক‌য়েকটি বৈঠক কর‌বেন প্রধান উপ‌দেষ্টা। পরবর্তীতে আ‌রও কিছু যোগ হ‌বে তার কর্মসূচিতে।

সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এর মধ্যে তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস‌্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময় রাখা হ‌য়েছে। 

বিজ্ঞাপন

প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিবও মঙ্গলবার লন্ড‌নে প্রেস ব্রিফিং কর‌তে পারেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |