ঢাকা

জামায়াতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেএসডির বিবৃতি

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ০৪:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলে আখ্যায়িত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সভাপতি আ স ম আবদুর রব জানান, ১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামীকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়। এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক।

বিজ্ঞাপন

জেএসডি সভাপতি বলেন, অন্যদের বীরত্ব লড়াই-সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি প্রত্যক্ষ করেছে। এক জাতি এক নেতা এক দেশ- অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি। এবার ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সব পক্ষকেই সতর্ক থাকতে হবে।

এর আগে, গত ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |