বিএনপিকে ঠেকানোর জন্য চারপাশে এক ধরনের প্রস্তুতি দেখছি: দুদু

আরটিভি নিউজ 

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৯:৩২ পিএম


বিএনপিকে ঠেকানোর জন্য চারপাশে এক ধরনের প্রস্তুতি দেখছি: দুদু
ছবি: সংগৃহীত

বিএনপিকে ঠেকানোর জন্য চারপাশে এক ধরনের প্রস্তুতি দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, অনেকেই বিএনপির নামে গিবত গাচ্ছে, কিন্তু বিএনপি ছাড়া বাংলাদেশ এগোবে না। বিএনপি ছাড়া বাংলাদেশে গণতন্ত্র সমৃদ্ধ করা যাবে না। ১৬-১৭ বছর ধরে বিএনপি যত মামলার শিকার হয়েছে পৃথিবীতে আর কোনো সংগঠন এরকম মামলার শিকার হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা তথাকথিত বিচারের নামে সাজা দেওয়া হয়েছিল ৬ বছর তাকে জেলে থাকতে হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের নারী শিক্ষা সমৃদ্ধ করেছেন। শ্রমিক-কৃষকদের জন্য কাজ করেছেন। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারায় দেশ পরিচালনা করেছেন। শহীদ জিয়া আমাদের অহংকার, বেগম জিয়াও আমাদের অহংকার। ফ্যাসিস্ট হাসিনার তাড়ানোর ক্ষেত্রে তারেক রহমান আমাদের অহংকার।

বিএনপির এই নেতা বলেন, মহান আল্লাহ তা’আলা শহীদ জিয়াকে বাংলাদেশের নেয়ামত হিসেবে পাঠিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছেন। রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশের রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু তার নামে একটা প্লট নেই, গাড়ি নেই, বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই। এখন একজন সংসদ সদস্য হলেই তো প্লট নেয়, গাড়ি নেয়; কিন্তু তিনি কিছুই নেননি।

তিনি বলেন, শেখ হাসিনা তিনটা নির্বাচন নিয়ে তামাশা করেছেন। প্রতিটি নির্বাচনের পর তিনি বলেছেন জনগণ আমাকে ভোট দিয়েছে। একটা মানুষের ন্যূনতম লজ্জা থাকা উচিত, কিন্তু হাসিনার সেটাও ছিল না। এখন দেশের জনগণ লাঠি দিয়ে তাড়িয়েছে, এখন কেমন লাগে? হাসিনার পুরো পরিবার চোর; ছেলে, মেয়ে, বোন এমনকি বাসার চাকরও চোর। এরকম চোর পরিবার বাংলাদেশে দ্বিতীয়টা নেই। 

বিজ্ঞাপন

দুদু বলেন, মুজিব পরিবারের একটা মানুষ এসে বলুক আমি চুরি করিনি; খুন করিনি, মামলাবাজি করিনি। একটা মানুষও পাওয়া যাবে না। এমনকি শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছে শেখ হাসিনা। ধানমন্ডির বাড়িটি ভেঙেছে শেখ হাসিনার কারণে।

বিজ্ঞাপন

সাবেক এই সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে অনেকেই অনেক কথা বলে। শেখ মুজিব ১৯৭৪ সালে নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন এটা চোরের দল, এটা পচে গেছে, গলে গেছে। শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার মতো এত বড় খারাপ শাসক বাংলাদেশে আর দ্বিতীয়টা আসেনি।

এরপর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শেষ কাজটা এখনো করতে পারিনি। আমাদের নির্বাচিত একটা সরকার আনতে হবে; জনগণের সরকার আনতে হবে; দেশপ্রেমিক একটা সরকার আনতে হবে, যে পাশের দেশে পালিয়ে যাবে না। পাশের দেশের স্বার্থ সংরক্ষণ করবে না, এ রকম একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে। আর সেই সরকার হবে বিএনপি সরকার।

প্রধান উপদেষ্টার উদ্দেশে এ সময় শামসুজ্জামান দুদু বলেন, ড. ইউনূস এই ৮ মাসে তার নিজের জন্য এবং নিজ প্রতিষ্ঠানের জন্য যে কাজ করেছেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু নির্বাচনটা দেন।

সম্মেলনে জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব রোকন, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপনসহ বিমানবন্দর থানা জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম-টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission