ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে: সালাহউদ্দিন

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৩:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে। ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই মেধাপাচার বন্ধ হবে।
 
রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে বিএনপির এ নেতা বলেন, সেক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যাহত থাকতে হবে।

বিজ্ঞাপন

এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |